
সাব্রুম:
সাব্রুমে ঐতিহাসিক গর্জন বৃক্ষের তলায় প্রথমবার শ্যামা পূজার আয়োজন।সাব্রুম বাসস্ট্যান্ড থেকে মাত্র ৫০ মিটার পশ্চিমে অবস্থিত বহু বছর পুরোনো একটি গর্জন বৃক্ষ স্থানীয় মানুষদের বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। কথিত আছে, কোনো এক সময় কেউ এই গাছটি কাটার চেষ্টা করেছিল, কিন্তু তখন গাছটি থেকে রক্তপাত হয়েছিল বলে স্থানীয়দের বিশ্বাস। এই গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি, তবে গাছটি স্থানীয় মানুষের কাছে এক পবিত্র স্থান হিসেবে পরিচিত।বহু বছর ধরে এই গাছটি গ্রামের মানুষের মধ্যে আস্থা এবং ভক্তির জায়গা তৈরি করেছে। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে মঙ্গলবার প্রথমবারের মতো এই গাছের নিচে শ্যামা পূজার আয়োজন করা হয়েছে। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা উপলক্ষে স্থানীয়রা সবাই আমন্ত্রিত এবং প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবাই এই পূজায় অংশগ্রহণ করে ভক্তি ও ঐতিহ্যের এই বিশেষ মুহূর্তকে আরো স্মরণীয় করে জনগণ যেন সাহায্য করে।