ডেস্ক রিপোর্টঃ
বিভিন্ন সময়ই পুলিশের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ তুলেন সাধারন নাগরিক। যেকোন থানায় অভিযোগ করতে গেলে অনেক সময়েই পুলিশকর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। সাধারন নাগরিকদের পাত্তাই দেয়না পুলিশ বাবুরা, তাদের তুই বা তুমি বলেই সম্বোধন করা হয়। কিন্তু এ বার আর তা করা যাবে না।আর তুই না তুমি বলা যাবে না। আপনি বলেই সম্বোধন করতে হবে সাধারন নাগরিকদের। নাগরিকদের সঙ্গে ভাল আচরণের পাশাপাশি তাঁদের ‘আপনি’ বলে সম্বোধন করতে হবে। সব থানাকে এমনই নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের আগরার পুলিশ কমিশনার। সূত্রের খবর, পুলিশকর্মীদের আচরণের উন্নতিতে একটি সচেতনতামূলক প্রচার শুরু করেছেন আগরার পুলিশ কমিশনার জে রবীন্দ্র গৌড় । নতুন নির্দেশিকায় কথার শুরুতে ‘নমস্কার’ জানাতে হবে। পুলিশ আধিকারিক এবং পুলিশকর্মীদের আচরণ শোধরাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আরও বলা হয়েছে, থানায় কেউ অভিযোগ করতে এলে প্রথমে তাকে বসিয়ে চা খাওয়াতে হবে। তার পর তাঁদের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে হবে। এই নির্দেশিকা সকল পুলিশ কর্মী মানছেন কিনা তা যাচাইয়ের জন্য প্রত্যেক থানায় সিসিটিভি বসানো হবে। নির্দেশ অমান্যকারী পুলিশ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।