উত্তরপ্রদেশঃ
কত প্রতিবাদ, কত আন্দোলন..! তারপরও বন্ধ নেই ধর্ষনের মত ন্যাক্কারজনক ঘটনা। এবার চকলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে ছ’বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ৪০ বছরের এক প্রতিবেশীর বিরুদ্ধে। আতঙ্কে শিশুটি চিৎকার করে উঠলে তাকে গলা টিপে খুন করে উক্ত অভিযুক্ত। ঘটনা উত্তরপ্রদেশের মুজফ্ফর নগরে। ঘটনার পর থেকে পলাতক সেই অভিযুক্তের সন্ধান পেতেই পুলিশকে দেখে পালাতে গেলেই পুলিশের গুলিতে আহত হয় অভিযুক্ত। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মনসুরপুর থানার অধীন এক গ্রামে । নির্যাতিতার পরিবার অসমের বাসিন্দা। তারা জানান রাতে লজেন্সের লোভ দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে যান অভিযুক্ত। ধর্ষণ করার পরে গলা টিপে শিশুটিকে খুন করে সে।