ডেস্ক রিপোর্টঃ
বড়দিনের সকালে ভয়াবহ বিমান দূর্ঘটনায় আঁতকে উঠে গোটা বিশ্ব। হঠাৎ করেই কাজ়াখস্তানে আজ়ারবাইজান বিমান সংস্থার ইআরজে-১৯০ বিমান ভেঙে পড়ে। সুত্রের খবর বিমানে ৭২ জন যাত্রির মধ্যে এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২৭ জন ভাগ্যবান যাত্রী এতবড় দূর্ঘটনার পরেও বেঁচে গেচগেন। কিন্তু এতবড় দূর্ঘটনার কারন কি তা নিয়ে কৌতুহল বাড়ছে নেট দুনিয়ায়। কাজ়াখস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, মাঝ আকাশে একঝাঁক পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল বিমানটির। তার পরেই নিয়ন্ত্রণ হারায় । আজ়ারবাইজান এয়ারলাইন্সের তরফেও প্রথমে দুর্ঘটনার কারণ হিসাবে পাখির কথা বলা হয়। পরে অবশ্য বিমান সংস্থাটি জানায়, তারা এই মুহূর্তে দুর্ঘটনার কারণ নিয়ে প্রকাশ্যে কিছু জানাবে না। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার ঠিক আগের এবং পরের মুহূর্তের ভিডিয়ো। এক যাত্রীই প্রায় দেড় মিনিটের এই ভিডিয়োটি রেকর্ড করেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, আতঙ্কিত যাত্রীরা বাঁচার জন্য প্রার্থনা করছেন। মাঝ আকাশেই কেউ কেউ বিমান থেকে নামার জন্য চিৎকার করছেন। বিমানটির যাচ্ছিল রাশিয়ায়। আজ়ারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজ়নির উদ্দেশে রওনা দিয়েছিল ওই বিমান। দূর্ঘটনার পর কাসপিয়ান সাগরের পূর্ব উপকূলে বিমান ভেঙে পড়ার পর স্থানীয় দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনে। যাত্রীদের উদ্ধার করা হয়। তার মধ্যে তিন জন শিশুও রয়েছে। তবে যে ২৭ জনকে বিমান দুর্ঘটনার পর উদ্ধার করা হয়েছে, তাঁদের সকলের অবস্থাই ‘অত্যন্ত সঙ্কটজনক’।