আগরতলাঃ
বাংলাদেশের অস্থায়ী পরিস্থিতির মধ্যে ভারতে বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। স্থানীয় আন্তর্জাতিক পাচার রেকেডের মদতে প্রতিনিয়তই কাজের সন্ধানে বাংলাদেশী নাগরিকরা ত্রিপুরার সীমান্ত দিয়ে প্রবেশ করে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে।
রবিবার বিকেলে ৩ জন সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় আগরতলা রেল স্টেশন চত্বরে। এদের মধ্যে ২ জন বাংলাদেশের নোয়াখালি জেলার বাসিন্দা। একজন নাম সুজন দাস (১৯), অন্যজন বিষ্ণু চন্দ্র দাস (২০)। তৃতীয় জন বাংলাদেশের হাবিগঞ্জ জেলার বাসিন্দা মহম্মদ মালেক(৩০)
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে আগরতলার কোনও সীমান্ত দিয়ে। ধৃত ৩ জনের কাজের খোঁজে কলকাতায় যাবার উদ্দেশ্যেই ত্রিপুরায় প্রবেশ করে। আগরতলা রেল স্টেশন থেকে আজ বিকেলেই ট্রেনে করে কলকাতা যাবার কথা ছিল তাদের। তবে সত্যিই কাজের খোঁজে তারা কলকাতায় আসছিল নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ তার তদন্ত করছে পুলিশ। আগরতলা রেল পুলিশ স্টেশনের ইনচার্জ তাপস দাস ক্রমাগত অবৈধ অনুপ্রবেশ মামলায় সাফল্য পাচ্ছে।