খোয়াইঃ
একদিকে ত্রিপুরা এবং ভারত নিয়ে সামাজিক মাধ্যমে ক্রমাগত কুমন্তব্য, হুমকি। আর অন্যদিকে কাজের সন্ধানে প্রতিদিন ভারতে অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশীদের।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ শহরের একটি গেস্ট হাউস থেকে রোহিঙ্গা সন্দেহে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নিকট থেকে ভারতের জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করা হয়। খোয়াই থানার ওসি সুবীর মালাকার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হাসপাতাল চৌহমুনী এলাকার একটি গেস্ট হাউস থেকে ছয় জনকে আটক করা হয়। ধৃতরা হলো মোহাম্মদ কবির(৩৭), তানিয়া বেগম (৩৫), আয়েশা খাতুন (৬০), মোঃ মমিন (২৩) মোহাম্মদ সাকিব (৬) এবং সাহিদা (৫)। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় তাদের বাড়ি বাংলাদেশের মাজদা থানাধীন সিরাজপুরের ফেনী এলাকায়। এরা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল।ধৃতেরা জানায় এরা দিল্লি থেকে খোয়াই এসেছিল বাংলাদেশে যাওয়ার জন্য। সীমান্ত এলাকায় কঠোর নজরদারির কারণে এরা বাংলাদেশ যেতে পারেনি। পুলিশের প্রাথমিক ধারণা আটক ছয় বাংলাদেশি রোহিঙ্গা হতে পারে। এরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল কিছুদিন পূর্বে। সম্প্রতি মায়ানমার থেকে আরাকানা বাহিনীর ধাওয়া খেয়ে লক্ষাধিক রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রামে আশ্রয় নিয়েছে। সেখান থেকেই এরা ভারতে প্রবেশ করে থাকতে পারে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ বেশ কয়েকটি ধারায় মামলা নিয়েছে ।