পানীসাগরঃ
উত্তর জেলাকে করিডোর করে অবৈধভাবে গরু পাচার করে আসছে গরু মাফিয়ারা।সেক্ষেত্রে জেলার পানিসাগর ও কদমতলা এলাকার একাংশ গরু মাফিয়া সহ ঊনকোটি জেলার বছো মিয়া ও কৈলাশহরের কিছু গরু মাফিয়া সিন্ডিকেট বানিয়ে এই পাচারকার্য চালিয়ে আসছে।পুলিশ তাদেরকে বাগে আনতে গরু বোঝাই গাড়ি আটক করলেও গরু মাফিয়ারা বিভিন্ন নতুন নতুন রাস্তা সহ বিভিন্ন পন্থা অবলম্বন করে তাদের অবৈধ গরু পাচার চালিয়ে যাচ্ছে।এদিকে শুক্রবার সকাল পৌনে সাতটা নাগাদ পানিসাগর থানাধীন দেওছড়া স্কুলের পেছনে গরু বোঝাই TR05H/1563 এবং TR05F/1797 নম্বরের দুটি বোলেরো গাড়ি আটক করে স্থানীয় জনগণ।সেখানে দুটি গাড়ির চালকের সাথে হাতাহাতিতে লিপ্ত হয় স্থানীয়রা।এতে একটি গাড়ি ভাঙচুর সহ একটি গাড়ির চালককে বেধড়ক মারপিট করা হয়। কিন্তু সুযোগ বুঝে অপর গাড়ির চালক পালিয়ে যায়।পরে পরিস্থিতি সামাল দিতে পানিসাগর থানায় খবর দেওয়া হলে স্থানীয় থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য্য দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।সাথে খবর দেওয়া হয় পানিসাগর দমকল কর্মীদেরও।খবর পেয়ে দমকলকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত গাড়ি চালককে উদ্ধার করে প্রথমে পানিসাগর মহাকুমা হাসপাতাল ও পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে।অপরদিকে স্থানীয় থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে দুটি বলেরো গাড়িতে থাকা বারোটি গরু সহ দুটি গাড়ি পানিসাগর থানায় নিয়ে যায় পুলিশ।বর্তমানে বারোটি গরু সহ গাড়ি দুটি পানিসাগর থানার হেফাজতে রয়েছে।এমর্মে অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য জানান,স্হানীয় লোকজন থেকে কেউ যদি অভিযোগ দায়ের করেন তাহলে এনিমেল এক্টে মামলা নেবে পুলিশ।অন্যতায় পুলিশ নিজে থেকেই একটি সমটো মামলা রজু করে তদন্তে নামবে।তিনি এও জানান গরুগুলি যেহেতু থানা চত্বরে রাখার কোন ব্যবস্থা নেই সেক্ষেত্রে গোশালায় পাঠিয়ে দেওয়া হবে।পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় অনেকেই জানিয়েছেন, দীর্ঘদিন থেকে এই এলাকা দিয়ে গরু পাচার চালিয়ে আসছে গরু মাফিয়ারা।আর পানিসাগরে দুই গরু মাফিয়া রাতের আঁধারে ঐ এলাকাকে গরু পাচারের মুক্তাঞ্চলে পরিনত করেছে।স্থানীয়রা দাবি তুলছেন,পুলিশ তদন্ত ক্রমে জড়িত গরু মাফিয়াদের জালে তুলে যেন কঠোর শাস্তি প্রদান করে।