দিল্লিঃ
আম্বেদকর নিয়ে অমিত শাহের মন্তব্যের পর দেশজুড়ে বিরোধীদের প্রতিবাদের মধ্যে এবার নতুন বিতর্ক সংসদ ভবন চত্বরে। লোকসভায় কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে ধাক্কামুক্কিতে আহত বিজেপি সাংসদ। আভিযোগ উঠল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপর। জানা গেছে লোকসভায় সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে পারে বিজেপি। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বৃহস্পতিবার এই ইঙ্গিত দিয়েছেন। অন্য দিকে, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে অভিযোগ তুলেছেন, তাঁকে সংসদের অন্দরে ধাক্কা মেরেছেন বিজেপি সাংসদেরা। তাই এবার ধাক্কার রাজনীতিতে সরগরম সংসদ ভবন। অম্বেডকর-মন্তব্য ঘিরে সংসদে সরকার এবং বিরোধী পক্ষের সংঘাত বৃহস্পতিবার কার্যত পরিণত হয় ধাক্কাধাক্কিতে। দু’পক্ষের ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে বিজেপি সাংসদ প্রতাপ আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওড়িশার বালেশ্বর থেকে সাংসদ ষড়ঙ্গীর অভিযোগ, তাঁকে ধাক্কা মেরেছেন রাহুল গান্ধী নিজে। এর মিধ্যে রাহুল গান্ধী অভিযোগ করেছেনসংসদ ভবনে প্রবেশের সময় কংগ্রেস সাংসদদের বাধা দেয় বিজেপি সাংসদরা। তখনই ধ্বস্তাধ্বস্তি হয় । এই ঘটনার পর এবার বিতর্ক আম্বেডকর থেকে ঘুরে ধাক্কাধাক্কিতে চলে যায়।