আগারতলাঃ
প্রিয় শিল্পীর জন্য নিজেকে উজাড় করে দিয়েছিল ত্রিপুরা। ১৪ই ডিসেম্বরের রাতে রাজধানীর আস্তাবল ময়দানে এদিন শ্রেয়া ঘোষালকে একনজর দেখতে জড়ো হয়েছিল ৫০ হাজারের অধিক দর্শক। শ্রেয়াও এত মানুষের সমাগম আপ্লুত হয়েছেন । মঞ্চ থেকে এই কথা স্বীকারও করেছেন প্রিয় শিল্পী। কিন্তু নিজের সামাজিক মাধ্যমে এর কোন বহিপ্রকাশ করেননি শিল্পী। রাজ্যের পর্যটন দপ্তর কোটি টাকা খরচ করে শিল্পীকে এনেছেন প্রচারের জন্য। কিন্তু সেই কাজটাই করলেন না শিল্পী শ্রেয়া ঘোষাল। ফেইসবুক, ইনস্টাগ্রাম কিংবা ট্যুইটার, কোন একাউন্ট থেকেই সফল এই শোর কোন প্রচার করতে দেখা যায়নি শ্রেয়াকে। যদিও নিজের যেকোন শোয়ের প্রচার তিনি তাঁর সামাজিক মাধ্যমে করেন। ফটো, ভিডিও ও শেয়ার করেন । কিন্তু আগরতলার ক্ষেত্রে এরকমটা করলেন না কেন শিল্পী, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।