আগরতলাঃ
আজ মন্ত্রীসভার বৈঠকে সরকারি কর্মচারিদের ডিএ ঘোষনা করতে পারে এমন খবব প্রকাশিত হবার পর রাজ্যের সরকারি কর্মচারিদের মধ্যে উৎসাহ দেখা দিলেও সমগ্র শিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষক-কর্মচারীদের উদ্বেগ দেখা দিয়েছে, তাদের জন্য এবার অন্তত এই সরকার ডিএ বরাদ্দ করবে কিনা। বিগত বামফ্রন্ট সরকার সর্বশিক্ষার কর্মচারিদের নিয়মিতকরন না করলেও অন্যান্য নিয়মিত কর্মচারিদের ন্যায় বেতন ভাতা বরাদ্দ করত। 2018 এর পূর্বে জুলাই ও জানুয়ারিতে বছরে দুইবার ডিএ ঘোষনা করলে অন্যান্য নিয়মিত কর্মচারিদের ন্যায় সর্বশিক্ষার শিক্ষকদের ডিএ প্রদান করা হয়েছিল।
2018 বিধানসভা নির্বাচনে প্রাক্কালে বিজেপি দলের ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে সর্বশিক্ষা প্রকল্পে নিয়োজিত শিক্ষক কর্মচারিদের নিয়মিত করা হবে। কিন্তু সরকার গড়ার পর সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরন দুরে থাক বিগত বামফ্রন্ট সরকারের সময়ে যে ডিএ দেওয়া হত, তা চিরতরে বন্ধ করে দিয়েছে বর্তমান বিজেপি সরকার। এমনকি বিনা কোন মামলায় আসামে নিয়মিত করা হলেও, ত্রিপুরায় উচ্চ আদালতের নির্দেশের পরেও সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারিদের নিয়মিত করছে না মানিক সাহা সরকার। কিন্তু কেন , এর কোন উত্তর বা প্রতিক্রিয়া সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজে একজন সরকারি কর্মচারী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজ্যের এক মেডিকেল হাসপাতালে সরকার কর্তৃক প্রচারিত হয়েছিলেন। আদালতে লড়াই করে সরকারের বিরুদ্ধে জয় লাভ করে নিজের ন্যায্য পাওনা ছিনিয়ে নিয়েছিলেন। তাই এই ক্ষেত্রে সমগ্র শিক্ষার কর্মচারীদের বর্তমান মানসিক অবস্থান তাঁর বোঝা দরকার। আর অতি সত্বর এই অনিয়মিত চরমভাবে বঞ্চিত কর্মচারীদের সাথে ন্যায় করা দরকার। এমনটাই দাবি হাজার হাজার বঞ্চিত শিক্ষক কর্মচারীদের।