Home BREAKING NEWS ‘ঘূর্ণিঝড় ‘ডেনা’র তাণ্ডবের মধ্যেই জন্ম নেওয়া পুত্রসন্তানের নাম রাখলেন ‘ডেনা’ !

‘ঘূর্ণিঝড় ‘ডেনা’র তাণ্ডবের মধ্যেই জন্ম নেওয়া পুত্রসন্তানের নাম রাখলেন ‘ডেনা’ !

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

ডেনার প্রভাব সবচাইতে বেশি পরেছে ওড়িশাতে। পশ্চিমবঙ্গে এর এতটা প্রভাব পরেনি। কিন্তু ওড়িশাতে কয়েক লক্ষধিক মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি জানান, ওড়িশার উপকূলবর্তী জেলাগুলি থেকে অন্তত ৬ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ছিলেন ৬০০০ প্রসূতি মহিলা। তাঁদের তড়িঘড়ি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। ডেনার দাপট চলাকালিন বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া ১৬০০ জন প্রসূতি মহিলা  সন্তানের জন্ম দিয়েছেন ।

এদের মধ্যে কটকের আশ্রয়শিবির সাই স্বপ্না বেহরা নামে এক প্রসূতিও ছিলেন। বৃহস্পতিবার মাঝরাতে আচমকাই মহিলার প্রসববেদনা শুরু হয়। তখন ‘ডেনা’ সবে ওড়িশার স্থলভাগে আছড়ে পড়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়েই তাদের  আশ্রয়শিবিরে পৌঁছয়। তৎপরতার সঙ্গে মহিলাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার হয়। ‘ডেনা’র তাণ্ডবের মধ্যে এক পুত্র সন্তানের জন্ম দেয় স্বপ্না।  ডেনার এই ঝড়ো তান্ডবের মধ্যে জন্ম নেওয়া পুত্র সন্তানের নাম রাখেন ডেনা। স্বপ্না এবং তাঁর স্বামী মিলেই নবজাতকের নাম রাখেন ‘ডেনা’।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato