Home BREAKING NEWS চোখে নেই কালো কাপড়, আইন এখন আর অন্ধ নয়..!

চোখে নেই কালো কাপড়, আইন এখন আর অন্ধ নয়..!

by News On Time Tripura
0 comment

দিল্লি :

‘এ অন্ধা কানুন হ্যায়’ – এই গান এখন অতীত। ভারতের আইন ব্যবস্থার প্রতিকী মহিলার চোখে এখন থাকছে না কোন কাপড়।

আর বাঁধা নয় ‘আইনের চোখ’। এক হাতে দাঁড়িপাল্লা, অন্য হাতে তরোয়াল এবং চোখে পট্টি নিয়ে যে ন্যায়ের মূর্তি এত দিন প্রচলিত ছিল, তা বদলে যাচ্ছে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে নতুন মূর্তি বসে গিয়েছে। নতুন এই নারীমূর্তির চোখে কোনও পট্টি বাঁধা নেই। তার এক হাতে রয়েছে দাঁড়িপাল্লা, অন্য হাতে রয়েছে ভারতের সংবিধান।

You may also like