কৈলাশহরঃ
বাংলাদেশে বর্বর জনক ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর বেলা কৈলাশহরে একটি প্রতিবাদ রেলীর আয়োজন করল কৈলাশহরের শিল্পীরা। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর জামাত শিবির ও BNP মিলে বিভিন্ন ধরনের ভাসকর্জ ভেঙ্গে গুড়িয়ে দেয়, রাহুল আনন্দকে মারপিট করে এবং তার বাড়িঘর পুড়িয়ে দেয়, এমনকি বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেয় একশ্রেণীর উশৃংখল মানুষ। এরই প্রতিবাদে শনিবার দুপুর বেলা কৈলাশহরে বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক জগতে যুক্ত ব্যক্তিরা কৈলাশহরে একটি প্রতিবাদ রেলি করেন। কালো ব্যাজ পরে বাংলাদেশের এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান, জাতির জনক মুজিবুর রহমানের মিউজিয়াম ভেঙ্গা গুড়িয়ে দেয় আন্দোলনকারীরা এই ধরনের ঘটনা শিল্পী মহলকে ব্যথিত করেছে তাই তারা এই প্রতিবাদ রেলীর আয়োজন করেন, উক্ত প্রতিবাদ রেলিটী কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, নেতাজি চৌমনী হয়ে পুনরায় কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে এসে মিলিত হয়।