পানিসাগরঃ
কিশোর রঞ্জন হোড়।।
ধর্মনগর,৭ আগষ্ট।।
রাত পোহালেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট।আর ভোটের প্রাক মুহূর্তে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর ব্লকের জলাবাসা গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের একই পরিবারের চব্বিশ জন ভোটারের নাম ভোটার লিস্ট থেকে উধাও হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, স্হানীয় ওয়ার্ডের সত্যেন্দ্র নাথ পিতা নগেন্দ্র নাথের পরিবারের চব্বিশ জন ভোটারের নাম ২০২৪ ত্রিপুরা পঞ্চায়েত ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। এমর্মে ঘটনার সুষ্ঠ সমাধানে ও পুনরায় নাম নথিভুক্ত করা জন্য পানিসাগর মহকুমা শাসকের নিকট লিখিত আবেদন জানিয়েছে সত্যেন্দ্র নাথ ও তার পরিবারের লোকজন। এদিকে সত্যেন্দ্র নাথ জানান, পূর্বসূরি থেকে পানিসাগর জলাবাসা এলাকায় বসবাস করছেন ও ভোটাধিকার প্রয়োগ করে আসছেন।গত ২০১৯ সালের পঞ্চায়েত নির্বাচনে জলাবাসা গ্রাম পঞ্চায়েতের ভাগ নং ১ এর সিরিয়াল নং ৩৪৯ থেকে ৩৬৯ পর্যন্ত তাদের নাম ছিল। অনুরুপ ২০২৩ বিধানসভা নির্বাচনেও ভাগ নং ৩১ এর ১ থেকে ২১ পর্যন্ত তাদের নাম ছিল। কিন্তু চলতি পঞ্চায়েত নির্বাচনে তাদের নাম না থাকায় তারা চরম দুশ্চিন্তায় পড়ে যান। তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনে পরিবারের লোকজন ভোট দিতে না পাড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন।তবে কি কারনে বা কেন তাদের পরিবারের কাটা পড়ল তার সুষ্ঠ তদন্তের জন্য মহকুমা শাসকের শরনাপন্ন হয়েছেন। প্রয়োজনে নির্বাচন কমিশনের দারস্থ হতেও প্রস্তুত বলে তিনি জানান।