Home BREAKING NEWS সঙ্ঘবদ্ধ দুস্কৃতি হামলায় গ্রেপ্তার শূণ্য..! গন্ডাছড়ায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে দাবি মহকুমা শাসকের।

সঙ্ঘবদ্ধ দুস্কৃতি হামলায় গ্রেপ্তার শূণ্য..! গন্ডাছড়ায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে দাবি মহকুমা শাসকের।

by News On Time Tripura
0 comment
গন্ডাছড়া বাজার

গন্ডাছড়াঃ

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গন্ডাছড়া মহকুমা সদর সহ আশপাশের বাজার সহ বিভিন্ন এলাকা। পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে গন্ডাছড়া মহকুমা। এমনটাই দাবী করেছেন গন্ডাছড়া মহকুমার মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং।

চন্দ্রজয় রিয়াং, মহকুমা শাসক

প্রসঙ্গত সাত জুলাই গন্ডাছড়া মহকুমার ত্রিশকার্ড এলাকায় আনন্দমেলায় এক জনজাতি যুবককে মারধোরের ঘটনায় আহত পরমেশ্বর রিয়াং -এর বারো জুলাই জিবিপি হাসপাতালে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছড়া মহকুমার ত্রিশকার্ড, হরিপুর, ছয়কার্ড, সাত কার্ড, পিছলিঘাট এবং নারায়ণপুর চৌমুহনি বাজারে একযোগে হামলা চালিয়ে লুটপাট, চুরি ডাকাতি গরু ছাগল নিধন শেষে আগুনে শতাধিক বাড়িঘর দোকানপাট এবং বহু গাড়ী বাইক স্কুটি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীকারীরা। ওই ঘটনার পরই গন্ডাছড়া মহকুমা অগ্নিগর্ভ হয়ে উঠে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় মহকুমার সব কয়টি বাজার। জাতি জনজাতিদের মধ্যে সৃষ্টি হয় দীর্ঘদিনের সম্পর্কের ফাটল। যদিও ধলাই জেলার জেলা শাসকের দীর্ঘ প্রচেষ্টায় খুলে দেওয়া হয় মহকুমার সব কয়টি হাটবাজার। প্রায় প্রতিটি গ্রামে করা হয় শান্তি সভা। হাট বাজার খুলতেই ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে থাকে গোটা গন্ডাছড়া মহকুমা। সম্প্রতি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং জানান গন্ডাছড়া মহকুমার সার্বিক পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato