বিশালগড়ঃ
(কুমার গোউরবের রিপোর্ট )
মা-বাবার অনুপস্থিতিতে নাবালিকার শ্লীলতাহানী মামলায় দুই যুবককে দোষী সাব্যস্ত করল বিশালগড়ের বিশেষ আদালতের বিচারপতি দেবাশিষ কর। ঘটনা ২০১৬ সালের ২৯শে জুলাই । স্কুল থেকে বাড়ি ফেরে ভাত খেতে বসে ১৩ বছরের সেই নাবালিকা। বাড়িতে কেউ ছিল না। হঠাত করেই খাটের নিচ থেকে বেড়িয়ে আসে অভিযুক্ত দুই যুবক। এবং তারপর সেই নাবালিকার সাথে জোর জবরদস্তী করে নাবালিকার শ্লীলতাহানী করে। পরে এই ঘটনায় বিশ্রামগঞ্জ থানায় ২০১৬ সালের আগষ্ট মাসের তিন তারিখ মামলা হয় । ভারতীয় দণ্ডবিধি ৩২৩, ৪৫৫, ৩৫৪, ৫০৬, ৩৪ এবং ৮-পক্সো ধারায় মামলা গৃহীত হয় দুই অভিযুক্ত দিপন দাস ও রাজিব দেবের বিরুদ্ধে। অভিযুক্তরা গ্রেপ্তার হয়, মামলার তদন্তকারী অফিযার চার্জশিট জমা করেন আদালতে। মামলা গড়ায় ৮ বছর।১১ জন সাক্ষীদের সাখ্যবাক্য গ্রহনের পর শনিবার অভিযূক্তদের দোষী সাব্যস্ত করেন মাননীয় আদালত। শনিবারই সাজা ঘোষনা করা হয়। ধারা ৪৫৫ অনুসারে ৫ বছরের সশ্রম কারাদন্ড সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড। ধারা ৫০৬ অনুসারে ২ বছরের সাজা সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড এবং ৮-পক্সো ধারা অনুসারে ৫ বছরের সাজা সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদন্ড। বিস্তৃত জানিয়েছেন সরকারী আইনজীবী রিপন সরকার।