আগরতলাঃ ।
কোয়ালিটি অ্যাস্যুরেন্স স্ট্যান্ডার্ডস অ্যাসেসমেন্ট এর সর্বভারতীয় ক্ষেত্রে অসাধারণ কর্মক্ষমতার জন্য দক্ষিণ ত্রিপুরার রূপাইছড়ি স্বাস্থ্যকেন্দ্রকে শুক্রবার নয়াদিল্লিতে ভারত সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সম্মানিত করা হয়।
সারা দেশে বিভিন্ন ক্যাটেগরিতে হাসপাতালগুলোতে গুণমানসমৃদ্ধ পরিষেবা দেওয়ার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। নয়াদিল্লিতে শুক্রবার বিজ্ঞান ভবনে ‘আয়ুষ্মান ভারত গুণবত স্বাস্থ্য’, এই কর্মসূচির সূচনা অনুষ্ঠানে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও গণপত রাও যাদব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ভারত সরকারের রাজ্য মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, পোগ্রাম অফিসার ডাঃ সঞ্জয় রুদ্র পাল , মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতির্ময় দাস এবং রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ইনচার্জ ডাঃ রাহুল দাসের হাতে পুরস্কার তুলে দেন। সেইসঙ্গে গুণগত পরিষেবা প্রদানের ক্ষেত্রে ৯৫ শতাংশ অর্জনের কারণে মানপত্র কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে তুলে দেওয়া হয়।