বিশালগড়ঃ
বৃদ্ধাশ্রম, বাল্য বিবাহ এবং নেশা। সমাজকে এই তিন অভিশাপ মুক্ত করতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখলেন বিশালগড়ের তরুন বিধায়ক সুশান্ত দেব। লোকসভা নির্বাচনী বিধিনিষেধের কারনে উন্নয়ন মুলক কাজ বন্ধ ছিল। বিধিনিষেধ শেষ হতেই বিশালগড় বধানসভার বিভিন্ন এলাকায় নানাহ সরকারি উন্ন্যনমুলক কাজের উদ্বোধন শুরু হয়েছে।
বিগত কয়েকদিন ধরে বিশালগড়ের বিধায়ক ঐসকল প্রকল্পের উদ্বোধন করছেন। সোমবার বিশালগড়ের ঘনিয়ামারা উচ মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত দালান ঘরের উদ্বোধন করেন বিধায়ক। পরবর্তী সময় লক্ষীবিল গ্রাম পঞ্চায়েতের ৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ডে জল জীবন মিশন প্রকল্পের অধীন নব নির্মিত চারখানা পাম্প হাউজের উদ্বোধন করেন । দিনের শেষে বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকার বনেদী ক্লাব বিশ্বপ্রিয় ক্লাব প্রাঙ্গনে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থরাশি দিয়ে নির্মিত ওপেন জিমের উদ্বোধন করেন বিধায়ক। সর্বপোরী বিশালগড়ে বিধায়ক হিসেবে মাত্র এক বছর অতিক্রম করেছেন সুশান্ত দেব।
এর মধ্যেই বিশালগড়ের বিভিন্ন এলাকার উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন। ধীরে ধীরে পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলেও এখনো অনেক কাজ বাকি। এখন দেখার বিষয় আগামী আরও চার বছরে বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় হিএসেবে গড়ে তোলার নিজের স্লোগানকে কতটা বাস্তব রূপ দিতে পারেন তিনি। দিনের প্রথম কর্মসূচীতে ঘনিয়ামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন পাকাবাড়ি উদ্বোধন পর্বে তরুন এই বিধায়কের বক্তব্য দৃষ্টি আকর্ষন করে সকলের। তরুন এই বিধায়ক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সমাজ থেকে তিনটি অভিশাপ মুছে ফেলার আবেদন রাখেন।
তিনি বলেন এই সমাজের সবথেকে বড় বোঝা হচ্ছে বৃদ্ধাশ্রম। প্রতিটি সন্তানকে এই সমাজ থেকে বৃদ্ধাশ্রম শব্দটির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান করেন তিনি। তারি সাথে বাল্য বিবাহ এবং নেশার মত সমসাময়িক এবং প্রাসঙ্গিক বিষয়েও প্রতিবাদ গড়ে তোলার ডাক তোলেন বিশালগড়ের যুব বিধায়ক ।