আগরতলাঃ
সারা পৃথিবী জুড়ে শুক্রবার পালিত হল ১০ম আন্তর্জাতিক যোগা দিবস। আর যেই দেশের পথ প্রদর্শনে সারা বিশ্ব আজ যোগা দিবস পালন করছে সেই দেশেও উৎসবের মেজাজে উদযাপিত হল ১০ম আন্তর্জাতিক যোগা দিবস। সারা দেশের সাথে ত্রিপুরাতেও সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হয় দিনটি। মূল সরকারী অনুষ্ঠানটি হয় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা উপস্থিত ছিলেন । ছিলেন রাজ্যের আরও অনেক মন্ত্রী সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা।
সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যালয়স্তরের ছাত্রছাত্রীরাও রাজ্যভিত্তিক এই আয়োজনে অংশ গ্রহণ করেন । অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন সারা দেশে যোগাকে পরিচিতি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কারনেই জাতিসঙ্ঘের সিদ্ধান্তক্রমে সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। আর যোগা শুধু ব্যায়াম নয়, নিজেকে জানার মন্ত্র হচ্ছে যোগা।