
উদয়পুরঃ
ঈদের পরের দিন উদয়পুরে সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা। হিন্দু বাড়ির সামনে পশুর মাথার কঙ্কাল নিয়ে মঙ্গলবার সকালে বিতর্ক ও চাঞ্চল্য তৈরি হয় উদয়পুর রাজারবাগের সুকান্ত পল্লী এলাকায়। সকালে প্রাতঃভ্রমন কালে এলাকার শ্যামল তারণের বাড়ির সামনে ভোর ৪.৩০ নাগাদ বিতর্কিত বস্তুটি দেখা যায়। ঘটনা সম্পর্কে শ্যামল তারন জানান দীর্ঘ সময় ধরে রাজারবাগ সুকান্ত পল্লী তারণ পাড়া এলাকায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সৌভ্রাতৃত্বের বাতাবরণে বসবাস করে আসছে । কিন্তু হঠাৎ করেই কোন একটি চক্র এই শান্ত এলাকায় ধর্মীয় সুড়সুড়ি দিয়ে সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টি করার চেষ্টা কেন চালাচ্ছে। এই ঘটনা তারই প্রমাণ বহন করে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান আরকে পুর থানার পুলিশ। ছুটে আসেন শাসকদলীয় নেতৃত্ব। এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের ঘটনার তদন্তক্রমে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান স্থানীয় নেতৃত্ব।