কৈলাশহরঃ
বিজেপি সরকার রাজ্যে জাতীয় সড়কের অভুতপুর্ব উন্নয়ন সহ গোটা রাজ্যেই যোগাযোগ ব্যবস্থার ব্যপক উন্নয়নের দাবি করলেও প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বেহাল চক্সিত্র এবং সাধারন মানুষের পথ অবরোধের ঘটনা সেই দাবিতে মিথ্যা প্রমান করছে। এবার রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীরা, গৌরনগর এলাকায় কৈলাশহর কুমারঘাট জাতীয় সড়কের উপর পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে । শুক্রবার সকাল থেকে এই পথ অবরোধ চলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী সহ মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া। অবরোধকারীদের অভিযোগ গৌরনগর দুই নং ও তীন নং ওয়ার্ড এলাকায় পাকা ড্রেন না থাকার কারণে সামান্য বৃষ্টি দিলেই অনেকের বাড়িঘরে জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরী হিচ্ছে, পাশাপাশি ওই এলাকার একটি রাস্তার বেহাল অবস্থার কথা স্থানীয়রা জেলা শাসক, সহ গৌরনগর RD ব্লকের BDO কে লিখিতভাবে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাছাড়া চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায় ও কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহাকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। শুক্রবার একপ্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা, গৌরনগর এলাকায় জাতীয় সড়কের উপর কুমারঘাট ও কৈলাশহরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ।