Home BREAKING NEWS নিজ এলাকার প্রবীন নাগরিকদের তীর্থ দর্শনের উদ্যোগ নিলেন তরুন বিধায়ক

নিজ এলাকার প্রবীন নাগরিকদের তীর্থ দর্শনের উদ্যোগ নিলেন তরুন বিধায়ক

by News On Time Tripura
0 comment

উদয়পুরঃ

রাজনীতি এখন আর সমাজসেবা কিংবা দেশ সেবা নয় অর্থ কামাইয়ের ব্যবসায় পরিনত। অনৈতিকতা এবং দূর্নিতির বাজারে এখন নেতাদের উপর থেকে বিশ্বাস হারাচ্ছে আম জনতা। তবে এই ধরনের সামাজিক অবস্থানের মধ্যেও সুশান্ত দেবের মত তরুন নেতারা আশার আলো জাগিয়ে রেখেছেন । বরাবরই ব্যতিক্রমী জনহিতৈষী কর্মকান্ডের মধ্য দিয়ে রাজনীতিতে সাধারন মানুষের ভরসা বাঁচিয়ে রাখছেন এইসব তরুন নেতারা। সুশান্ত দেব তাদের মধ্যে অবশ্যই অন্যতম। তিনি বিশালগড় বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক এবং প্রদেশ যুবমোর্চা সভাপতি। ইতিমধ্যেই নিজের ব্যতক্রমী এবং গঠনমুলক রাজনীতিতে রাজ্যে জনপ্রিয় বিধায়কদের মধ্যে নাম লিখিয়েছেন সুশান্ত দেব। শুক্রবার আবারো এক পদক্ষেপে নজর কাড়লেন এই তরুন নেতা। নিজ বিধানসভা কেন্দ্রের প্রবীণ নাগরিকদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে নিয়ে গেলেন মায়ের দর্শন করাতে। ত্রিপুরায় একটি প্রবাদ রয়েছে ত্রিপুরেশ্বরী মা না ডাকলে কেউ জেতে পারেন না মায়ের দর্শনে। কাছাকাছি থাকার পরেও অনেকের ভাগ্য হয়না মায়ের দর্শনের। এই ক্ষেত্রে বলাই যায় সুশান্তের মধ্যে দিয়ে সেই ডাক পেয়েছেন বিশালগড়ের প্রবীন নাগরিকরা। সকাল সকালই বিশালগড় থেকে রওনা হয়ে পৌছে যান উদয়পুর মায়ের মন্দিরে। সকলে মিলে মায়ের পুজায় অংশগ্রহণ করেন এবং পরে মায়ের মন্দিরেই সকলে মিলে প্রসাদ গ্রহণ করেন। তরুন এই বিধায়কের প্রচেষ্টায় মায়ের দর্শন পেয়ে খুশি ব্যক্ত করেছেন প্রবীণরা ।

অনেকেই বলেছেন আগে কখনো কেউ এমন করে ভাবেনি। আমরাও কখনো ভাবিনি কোন বিধায়ক নিজ উদ্যোগে তীর্থস্থান দর্শন করাবেন। কিন্তু এইটুকু বয়সে এই ভাবনা রাখায় তরুন বিধায়ককে দুহাত তুলে আশীর্বাদ করেছেন তারা।


বিশালগড় থেকে প্রায় ২৫০ জনের অধিক সংখ্যায় প্রবীন নাগরিকরা মায়ের দর্শনে গেছেন। তরুন বিধায়ক বলেন এই উদ্যোগের পেছনে কোন উদ্দেশ্য নয়, বিশালগড়ের প্রবীন অভিভাবকদের নিয়ে এসে একসাথে বিশালগড়ের উন্নয়নের জন্য মায়ের কাছে আশীর্বাদ চাইব।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato