আগরতলাঃ
রাজ্যে প্রায় সময় শিশু পাচারের মতো ঘটনা ঘটে চলেছে। সব ধরনের অপরাধ কিছু কিছু ক্ষেত্রে আটকানো গেলেও বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কিছু ঘটনা কেন আটকানো যাচ্ছে না। রাজধানী আগরতলা শহরের প্রজ্ঞা ভবনে জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের ব্যবস্থাপনায় রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে একদিনের এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশন এর প্রতিনিধিরা। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সজল বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার প্রতিটি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা, সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ অধিকার, পশ্চিম জেলার সকল মহকুমা পুলিশ আধিকারিকগণ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। এ দিনের এই সভায় শিশু পাচারের বিষয় নিয়ে আরবকা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের বিশেষভাবে সচেতন করা হয়। এছাড়াও এই সভায় শিশু পাচারের আইন নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করা হয়।