আগরতলাঃ
TTAADC এর অধীন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ও ক্ষোভের সঞ্চার হয় বেকারদের মধ্যে। এমনিতেই নিযুক্তি নেই তার মধ্যে বেকারত্বের জ্বালা। আর তখন আবার পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে দূর্নীতি। এই ঘটনার পর পশ্চিম আগরতলা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়। মামলার তদন্তক্রমে রাজধানীর এক জেরক্স দোকানের মালিককে গ্রেপ্তার করে পশ্চিম থানার পুলিশ। জানা যায় সংশ্লিষ্ট পরীক্ষার বোর্ড চেয়ারম্যান নিজে প্রশ্নপত্র জেরক্স করাতে দিয়েছিল গ্রেপ্তার অভিযুক্তের দোকানে। সেখান থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ।