বিশ্রামগঞ্জঃ
রিল বানাতে গয়ে মৃত্যুমুখে যুবক। চলন্ত ট্রেনে রিল বানাতে গিয়ে ছিটকে পরল নিচে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই যুগে আপনি সামাজিক মাধ্যমে সক্রিয় নন মানেই আপনি জীবিত নন। আর যার হাতেই স্মার্ট ফোন, সেই ব্যস্ত মোবাইল হাতে রিলস বানাতে। যত্রতত্র সর্বত্র শুধু কন্টেন্ট ক্রিয়েটার এবং রিল বানানোর প্রতিযোগিতা। তবে এই রিল বানাতে গিয়ে অনেকেই মৃত্যুমুখে পরেছে। সোমবার রাজ্যেও ঘটল এমন এক ঘটনা। রিল বানাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পরে আহত এক যুবক। মায়ের সাথে ট্রেনে করে আগরতলা থেকে মাতাবাড়ি যাবার পথে ট্রেনের দরজার সামনে রিল বানাতে যায় ছেলে সঞ্জিব আচার্যী। বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় আসতেই ট্রেন থেকে ছিতকে পরে যায় সঞ্জিব। ঘটনা সোমবার দুপুর বারোটায়। আহত যুবকের নাম সঞ্জিব আচার্যী, বাড়ি আগরতলা রাধানগর এলাকায়। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় ।