বিশালগড়ঃ
নিউজ অন টাইমের খবরের জেরে সিল করা হল মায়া বেকারি নামের এক কেকের দোকান। খাবারের নামে সাধারন মানুষকে মেয়াদ উত্তীর্ণ এবং বাসি খাবার বিক্রির অভিযোগ উঠে এই দোকানের বিরুদ্ধে । রাজ্যের বিভিন্ন এলাকায় মায়া বেকারি নামে এই দোকানটি তাদের আউটলেট স্থাপন করে ব্যবসা করছে । নানা রকমের কেক সহ বেকারিজাত খাদ্য সামগ্রী বিক্রি করে থাকেন তারা। তবে শুক্রবার এই বেকারীর বিশালগড় স্থিত দোকানের খাদ্য সামগ্রীতে ছত্রাক এবং পোকামাকড় পরে থাকার তথ্য প্রমান উঠে আসে আমাদের হাতে। আর সেই খবরের ভিত্তিতেই সোমবার বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের খাদ্য দপ্তরের হানা পরে সেই দোকানে। মায়া বেকারীতে অভিযান কালে নিউজ অন টাইমের সকল অভিযোগের সত্যতা খুজে পান খাদ্য দপ্তরের আধিকারিকরা। কেকে ব্যবহৃত রঙ সহ মেয়াদ উত্তীর্ন বিভিন্ন খাদ্য সামগ্রীর উদ্ধার করে প্রশাসনিক আধিককারিকরা। তাছাড়া দোকান কর্তৃপক্ষ কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অভিযান শেষে দোকানটি বন্ধ করার নির্দেশ প্রদান করেন ডিসিএম প্রসেঞ্জিত দাস এবং তার সাথে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।