ধর্মনগরঃ
“গাছ লাগাও দেশ বাঁচাও, গাছ লাগাও জীবন বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা নায্য মূল্যের দোকান পরিচালন কমিটির পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকাল আটটায় একটি রেলী করে সরসপু এলাকার কবিগুরু জেবি স্কুলে ত্রিশটির অধিক বৃক্ষ রোপণ করা হয়। এদিনের অনুষ্ঠানটি কদমতলা ব্লক এলাকার সকল নায্য মূল্যের ডিলারদের দ্বারা পরিচালিত হয়।পাশাপাশি কবিগুরু জেবি স্কুলের কচিকাঁচা শিক্ষার্থীদের দিয়েও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।সাথে কদমতলা বয়েজ হোস্টেল ও কদমতলা থানায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এদিকে এদিনের বৃক্ষ রোপন অনুষ্ঠানের আয়োজক তথা রেশন ডিলাররা জানান,দেশ সহ গোটা পৃথিবীতে যে ভাবে গাছপালা ধ্বংস হচ্ছে তাতে করে প্রকৃতি তার ভারসাম্য হারাতে বসেছে।বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উঠছে।তাই এর থেকে পরিত্রাণ পেতে একমাত্র বেশি বেশি করে গাছা লাগানো অত্যন্ত জরুরি।তাই গোটা রাজ্যের রেশন ডিলারদের পাশাপাশি ধর্মনগর মহকুমা নায্য মূল্যের দোকান পরিচালন কমিটির উদ্যোগে হচ্ছে বৃক্ষ রোপন কর্মসূচি।তাছাড়া আগামী দিনে ঘটা করে রক্ত দান সহ অন্যান্য সামাজিক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।এদিনের বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা নায্য মূল্যের দোকান পরিচালন কমিটির সহ সভাপতি রমেন দেব,সদস্য দিলীপ শর্মা,সদস্যা শিপ্রা ভদ্র সহ প্রায় ত্রিশজন রেশন ডিলার গন।