কৈলাশহরঃ
(বিকাশ কপালীর রিপোর্ট)
কোথায় উন্নয়ন ? কোথায় ডাবল ইঞ্জিনের সুফল..? ডাবল ইঞ্জিন এবং সুশাসনের সুফল পৌঁছায়নি হিরাছড়া এলাকার বেলটিলা ও কাঁঠালটিলায় । ঊনকোটি জেলার জেলা সদর কৈলাশহরের প্রাণকেন্দ্র থেকে লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত হয়ে টিলাবাজার, বাবুবাজার পেরিয়ে প্রায় নয় কিলোমিটার রাস্তা পাড়ি দিলে হিরাছড়া পাঁচ নম্বর ওয়ার্ডের বেলটিলা এলাকা । পূর্ত দপ্তরের রাস্তা থেকে বা-পাশে চলে গেলেই বেলটিলার রাস্তা। রাস্তা বললেও ভুল হবে। কারণ রাস্তা বলতে এই এলাকায় কিছুই নেই বললেই চলে । যতটুকুই রাস্তা আছে, সেটাও তৈরী করেছে এলাকার জনগন, সরকারের কোন ভুমিকা নেই । তবে সামান্য বৃষ্টি হলে চলাচল বন্ধ হয়ে পরে ।
স্বাধীনতার পর থেকে ব্যাপক নগরায়ণ ও আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রভাবে এই গ্রামের অনেকেই শহরমুখী হলেও গ্রাম্য পরিবেশকে আঁকড়ে ধরে বেঁচে আছেন অনেকেই। বিদ্যুৎ পোউছালেও সপ্তাহে পাচ থেকে ছয়দিন বিদ্যুতবিচ্ছিন্ন থাকতে হয় গোটা গ্রামকে।
স্বাধীনতার ৭৬ বছর পার হলেও ঊনকোটি জেলার কৈলাশহরের হিরাছড়া পঞ্চায়েতের বেলটিলা ও কাঁঠালটিলার আজও সাধারন সুবিধা থেকে বঞ্চিত ।
হিরাছড়া পঞ্চায়েতের বেলটিলা এলাকার ৫নং ওয়ার্ড এলাকার স্থানীয় বাসিন্দা ফজলু মিয়া জানান সড়কের বেহাল দশার কারণে স্বাস্থ্য, শিক্ষা সহ অনেক সরকারি সুবিধা থেকেই বঞ্চিত হচ্ছেন তারা। রাস্তা সংস্কারের জন্য বার বার পঞ্চায়েত সহ বিভিন্ন দলীয় নেতৃত্বদের জানানোর পরও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। আর এইভাবেই নানা অসুবিধায় দিন কাটছে বেলটিলাবাসী। তবে সরকারের তাতে কোন কিছু যায় আসে না।