
ধর্মনগরঃ
বসত ঘরে সত্তরোর্ধ্ব ব্যক্তির অর্ধ পঁচা মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন সাবাসপুর এলাকায়।ঘটনার বিবরণে জানা গেছে,বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে নয়টা নাগাদ ধর্মনগর থানার কাছে খবর আসে সাবাসপুর গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের বাসিন্দা আলা উদ্দিনের দরজা বন্ধ বসত ঘর থেকে পঁচা গন্ধ বের হচ্ছে।এই খবর চাউর হতে স্হানীয় এলাকাবাসী ঐ বাড়িতে জড়ো হতে থাকেন। এদিকে স্হানীয় থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।পরে এলাকাবাসীদের উপস্থিততে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে বিছানার নিচে গৃহস্থ সত্তরোর্ধ্ব আলা উদ্দিনের অর্ধ পঁচা মৃতদেহ দেখতে পায়।পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে।এদিকে মৃত ব্যক্তির আত্মীয়রা জানান,আলা উদ্দিন একাই বাড়িতে থাকতেন।ইদানিং বেশ কিছু টাকা জোগাড় করেছিলেন হজে যাবেন বলে।তাই তাদের ধারনা,দুষ্কৃতিকারীরা একাকিত্বের সুযোগে জমানো টাকা নিয়ে তাকে খুন করে বিছানার নিচে মৃতদেহ ফেলে রেখেছে। তাছাড়া টাকার সাথে মৃত ব্যক্তির মোবাইল ফোনটিও পাওয়া যায় নি।পাড়া প্রতিবেশীরা জানান,কয়েকদিন যাবৎ তাকে চলাফেরা করতে কেউ দেখেন নি।তাই ধারনা করা হচ্ছে, কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। অপরদিকে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রী সরকার জানান,গোটা ঘটনায় পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে।সাথে তদন্তকারী অফিসার সূক্ষ্মভাবে ঘটনার তদন্ত শুরু করেছেন।এখন পুলিশি তদন্তেই আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারনা মৃতের আত্মীয় ও পাড়া প্রতিবেশীদের।গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।