Home BREAKING NEWS ত্রিপুরা স্টেট কো-ওপারেটিভ ব্যাঙ্কের পরীক্ষা দিতে যাওয়ার সময় আসামে দূর্ঘটনাগ্রস্থ ত্রিপুরার বাস, মৃত ১, আহত ৩০

ত্রিপুরা স্টেট কো-ওপারেটিভ ব্যাঙ্কের পরীক্ষা দিতে যাওয়ার সময় আসামে দূর্ঘটনাগ্রস্থ ত্রিপুরার বাস, মৃত ১, আহত ৩০

by News On Time Tripura
0 comment

আসামঃ

(কিশোর রঞ্জন হোরের প্রতিবেদন)

ভয়াবহ বাস দূর্ঘটনার শিকার হলেন ত্রিপুরা স্টেট কো-পারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া বহু ছাত্র ছাত্রী।ডিমা হাসাওতে একটি বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হয়। ঘটনাটি ত্রিপুরাগামী একটি নৈশ্য বাস নিয়ন্ত্রণ হারানোর পরে হাইওয়ে থেকে ছিটকে পড়ে। AS 01 MC 0243 রেজিস্ট্রেশন নম্বর বহনকারী বাসটি ত্রিপুরা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল।দূর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে (SMCH) নিয়ে যাওয়া হয়েছে।দূর্ঘটনায় প্রাণ হারান দীপরাজ দেববর্মা নামের এক যাত্রী।তার বাড়ি ত্রিপুরার ধলাই জেলায় বলে জানা গেছে। বাসটিতে অনেকেই ত্রিপুরা সমবায় ব্যাঙ্কের পরীক্ষার্থী ছিল।

You may also like