বক্সনগরঃ
যান দুর্ঘটনা কোনমতেই কমছে না। প্রতিদিন কোন না কোন স্থানে যান দুর্ঘটনায় মানুষের জীবন কেড়ে নিচ্ছে।এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বক্সনগর পুটিয়া এলাকায়।এই দুর্ঘটনায় তরতাজা ছয় বছরের শিশুর জীবন কেড়ে নেয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।ঘটনার বিবরণে জানা যায়, বক্সনগর ব্লক অন্তর্গত পুটিয়া গ্রাম পঞ্চায়েতের মুল্লা চৌমনিস্থিত ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোস্তফা। পেশায় গাড়ি চালক।তার নিজের TR-07-F0441 নম্বরের একটি সাদা রঙের ইকো গাড়ি নিজেই গাড়ি চালিয়ে এলাকার একজন রোগীকে নিয়ে সকালে আগরতলা জিবি হাসপাতালে যায়।রোগীকে ডাক্তার দেখিয়ে বিকাল ৫ ঘটিকায় পুটিয়া মোল্লা চৌমুহনী এলাকার দুই নং ওয়ার্ডের আমির হোসেনের বাড়ির সন্নিকটে আসা মাত্রই আমির হোসেনের ছোট্ট তরতাজা ছয় বছরের শিশু মোঃ ইব্রাহিম রাস্তার পাশে আসা মাত্রই গাড়িটি সজোড়ে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে ছোট্ট তরতাজা শিশু মোঃ ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাত লেগে প্রচন্ড রক্তপাত ঘটে।রক্তে লাল হয়ে যায় দুর্ঘটনা গ্রস্ত স্থানে সঙ্গে সঙ্গে মর্মান্তিক দুর্ঘটনায় আহত শিশুকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার শ্যাম দেববর্মা কর্তব্যরত চিকিৎসক শ্যাম দেববর্মা বলেন হাসপাতালে আসার আগেই অর্থাৎ ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে কারণ মাথার ব্রেইনে আঘাত লেগেছে।যেখানে আঘাত হলে ৯০ শতাংশ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েন অন্যদিকে ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘাতক গাড়িটিকে এবং গাড়ির চালক মোঃ মোস্তফা কে গ্রেফতার করে পুলিশি হেফাজতে আনেন বর্তমানে গাড়ির মালিক অর্থাৎ চালক মোঃ মোস্তফা এবং গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন ঘটনাস্থলে ছুটে যান ঘটনাস্থলে গিয়ে মর্মান্তিক ঘটনাটির বিষয়ে বলতে গিয়ে বলেন খুব দুঃখজনক ঘটনা আমি খুবই মর্মাহত ঘটনাটি শুনে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে দুর্ঘটনায় মৃত শিশুটির পরিবারের সঙ্গে দেখা করি এবং তাদের দুঃখজনক ঘটনায় সমবেদনা জ্ঞাপন করি।আইনের চোখে সকলেই সমান।তাই বিধায়ক ঘটনাটি আইনের পথে চলবে বলে জানান।সন্ধ্যা হয়ে যাওয়ায় মৃত শিশুটির পোস্টমর্টেম করতে আইনত অসুবিধা থাকায় আগামী দিন সকালে পোস্টমর্টাম করে পরিবারে হাতে তুলে দেওয়ার কথা বলেন পুলিশ প্রশাসন এখন দেখার ঘটনাটি কোন দিকে মোড় নেয়,