Home BREAKING NEWS সরকারি কোল্ড সেন্টারে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার লিক হতেই জনমনে আতঙ্ক..!

সরকারি কোল্ড সেন্টারে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার লিক হতেই জনমনে আতঙ্ক..!

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

সরকারি কোল্ড স্টোরের সিলিন্ডার লিক করে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরে দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় দমকল বাহিনীর তৎপরতায় লিক হওয়া গ্যাস বন্ধ হওয়ায় জনমনে স্বস্তির পরিবেশ ফিরে আসে। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া কৃষি দপ্তরের অধীন গামাইবাড়িস্তিত সরকারি কোল্ড স্টোরে। জানা যায় এদিন আচমকা ওই কোল্ড স্টোর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে আশেপাশের জনবসতি এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ।খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘণ্টা পর সব কিছু নিয়ন্ত্রণে এনে এবং জনমনে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে।

You may also like