কাঞ্চনপুরঃ
নির্বাচনে কর্তব্যরত বিএসএফ জোয়ানের অস্বাভাবিক মৃত্যু। পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনে নিযুক্ত এক বিএসএফের অস্বাভাবিক মৃত্যুতে নির্বাচনের প্রাকলগ্নে চাঞ্চল্য। বলা হচ্ছে
নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু হয়েছে বিএসএফ জওয়ানের। লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুই নং পূর্ব ত্রিপুরা আসনের কাঞ্চপুরে নির্বাচনী ডিউটিতে নিযুক্ত ছিলেন রাকসানার্গিস কেশব, বয়স ২৭।প্রয়াত জোয়ানের বাড়ি মহারাষ্ট্রে। জানা গেছে পানিসাগর হেডকোয়ার্টার বিএসএফ ১৯৯ নং বেটেলিয়নের জওয়ানরা বুধবার মধ্যরাতে বাসে করে নির্বাচনের ডিউটিতে যাওয়ার সময় কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌছাতেই আচমকা সেই জওয়ানের বন্দুকের সেফ্টি লক খুলে যায়। এতে দুর্ঘটনাবশত বন্দুক থেকে বেরিয়ে পড়া গুলিতে প্রাণ যায় সেই সেনা জওয়ানের।গতকাল রাতেই মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্ত করা হয়। তবে নির্বাচনী লগ্নে অস্বাভাবিক এই মৃত্যুর তদন্তের দাবি উঠছে সেনা মহলে।