Home BREAKING NEWS Navratri : নবরাত্রির অষ্টমীতে অন্নপুর্না পুজা

Navratri : নবরাত্রির অষ্টমীতে অন্নপুর্না পুজা

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

বসন্ত কালের বাসন্তী পূজা। সোমবার মহাসপ্তমীর পর মঙ্গলবারে উষালগ্নে মহাঅষ্টমীর স্নানযাত্রা। অন্যান্য বছরের ন্যায় এবছরও মহাধুমধামের এর সাথে অষ্টমীর স্নান পর্ব চলছে অন্নপূর্ণা ঘাটে। তেলিয়ামুড়া পৌর পরিষদের ১০নং ওয়ার্ডের অর্থাৎ খোয়াই নদী সংলগ্ন অন্নপূর্ণা ঘাটে এই স্নান পর্ব চলছে মঙ্গলবার উষালগ্ন থেকে। স্নান করে পূনাজন করার জন্য মানুষজনদের উপচে পড়া ভীড় ছিল খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে। বেলা বাড়ার সাথে সাথে মানুষজনদের ও ভীড় বাড়তে থাকে খোয়াই নদীর ঘাটে। এ যেন এক জমজমাট অষ্টমীর স্নান পর্ব। এদিনে নদীর ঘাটে অনেক পুণ্যার্থী তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল ও দান করেন। এই অষ্টমী স্নান পর্বকে কেন্দ্র করে একদিন মেলাও অনুষ্ঠিত হয় কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে। এ প্রসঙ্গে মেলা কমিটির পক্ষে একজন জানান, দীর্ঘ প্রায় ৮৬ বছর ধরে অন্নপূর্ণা ঘাটে মহাঅষ্টমীর স্নান পর্ব চলছে। তবে এ বছরও কোনো ব্যতিক্রম হলো না। স্নান পর্ব সাথে পাল্লা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলছে পূজাঅর্চনা।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato