তেলিয়ামুড়াঃ
বাড়িঘর, দোকান, মন্দিরের পর ছাড়া হচ্ছেনা বিদ্যার মন্দির বিদ্যালয়কেও। এবার পাঠশালায় প্রবেশ করে হাত সাফাই করলো নিশিকুটুম্বের দল। বিদ্যালয়ের দরজার তালা ভেঙ্গে কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোর। ঘটনা, তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত তেলিয়ামুড়ার অন্যতম বনেদি বিদ্যালয় তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।শুক্রবার স্কুল শেষ করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে যায়। এরপর শনিবার ও রবিবার স্কুল বন্ধ থাকার পর সোমবার বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের কর্মীরা বিদ্যালয়ে প্রবেশ করে দেখতে পায় বিদ্যালয়ের একাধিক কক্ষের তালা ভেঙ্গে চুরি কান্ড সংঘটিত হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অটল টেনকারিং ল্যাবের তালা ভেঙ্গে কম্পিউটার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোর। তৎসঙ্গে বিদ্যালয়ের আরও একটি কক্ষের তালা ভেঙ্গে খেলাধুলার বিভিন্ন মূল্যবান সামগ্রীও চুরি করে নিয়ে যায় চোর। পরবর্তীতে সোমবার তৎক্ষণাৎ এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং এই চুরি কাণ্ডের ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এখন এটাই দেখার বিষয় এই চুরি কান্ডের ঘটনার নেপথ্যে থাকা চোর চক্রের মাস্টার মাইন্ড’কে আটক করতে কতটা সফল হয় তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা।