
উত্তরপ্রদেশঃ
নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপত্তি, চাপা পড়ে দু’জনের মৃত্যু আহত আরও অনেকে! গ্রেফতার ঠিকাদার-সহ দুই। ঘটনা উত্তরপ্রদেশের মুজফ্ফনগরে। মুজফ্ফনগরের এক নির্মীয়মাণ বহুতলে কাজ করছিলেন ১৯ জন শ্রমিক। রবিবার রাতে আচমকা ভেঙ্গে পড়ে নির্মিয়মান বহুতলটি। আহতদের চিকিৎসার ব্যবস্থায় যাতে কোনও ত্রুটি না থাকে, সে দিকেও নজর দিতে বলেছেন আদিত্যনাথ। এই ঘটনায় ওই বহুতলের ঠিকাদার-সহ দু’জনকে আটক করেছে পুলিশ।