ডেস্ক রিপোর্টঃ
ভোট দিলে রেস্তোরায় পেয়ে যাবেন ২০ শতাংশ ছাড়। লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে নাগরিকদের ভোটমুখী করতে সন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। “চুনাব কা পার্ব, দেশ কা গর্ব” এটাই হচ্ছে এবারের নির্বাচনের স্লোগান। সচেতনতার পাশাপাশি এবার এক বিশেষ অফারের ঘোষনা দিল নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর যে কোনও হোটেল বা রেস্তরাঁয় খেতে গেলে খাবারের বিলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। হোটেলে গিয়ে দেখাতে হবে আঙ্গুলে নির্বাচনের সেই কালির দাগ। আর এতেই যেকোন খাবারে ২০ শতাংশের ছাড়। তবে এই ছাড় পাওয়া যাবে নির্দিষ্ট সময়ের জন্য। এখনও পর্যন্ত একটি মাত্র রাজ্যেই ভোটারদের জন্য এই বিশেষ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সঙ্গে নির্বাচন কমিশনের তরফে মৌ স্বাক্ষর করা হয়েছে। উত্তরাখণ্ডের অধিকাংশ ভোটারের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ বৃদ্ধি করতেই এই বিশেষ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার অপেক্ষা করুন উত্তরাখন্ডের পর এই অফার আসতে পারে আপনার রাজ্যেও।