ধর্মনগরঃ
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আসছে খুশির ঈদ।আর এই খুশিকে ভাগ করে নিতে বেসরকারি মাদ্রাসাতে ছোট ছোট শিশুদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে উপহার তুলে দিলেন মাদ্রাসা পরিচালনা কমিটি।উল্লেখ্য,প্রতিবছরের ন্যায় এবারও উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন পশ্চিম চন্দ্রপুর গ্রামের বেসরকারি সাহাবিয়া মাদ্রাসায় পড়ুয়া একশো ছাত্রছাত্রীদের মধ্যে ঈদুল ফিতর (ঈদ) উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মাদ্রাসার কর্ণধার তথা শিক্ষক সৈয়দ হেদায়েত হোসেন। তাছাড়া গ্রামের কিছু অসহায় দুঃস্থ মহিলাদেরকেও কিছু কাপড় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। মঙ্গলবার সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম চন্দ্রপুর গ্রামের উপপ্রধান সিদ্ধার্ত ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম,আয়াজ মিয়া সহ পশ্চিম চন্দ্রপুর গ্রামের ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা।এদিন ঈদের উপহার পেয়ে বেজায় খুশি মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা।এক সাক্ষাৎকারে উদ্যোক্তারা জানান,প্রতি বছরের ন্যায় এ বছরও এই সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।আগামী দিনেও তাদের এই প্রয়াস জারি থাকবে।