উদয়পুরঃ
বিয়ের দুদিনের মাথায় অন্য মহিলা কর্তৃক ধর্ষনের অভিযুক্ত স্বামী। মাথায় হাত নব বধূর। অভিযুক্তকে বাঁচাতে টাকার বিনিময়ে মেডিকেল রিপোর্ট পাল্টে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। বিয়ের দ্বিতীয় দিনে ধর্ষনের অভিযোগে শ্রীঘরে জামাই। অভিযুক্তের নাম আলি হোসেন (৪৫) বাড়ি উদয়পুর মহকুমার দাতারাম এলাকায়। এলাকার এক মহিলা উদয়পুর মহিলা থানায় লিখিত অভিযোগ করেন যে এলাকারই যুবক আলি তাকে ধর্ষণ করেছে। তবে প্রকৃত ঘটনা গত প্রায় পনেরো বছর ধরে ওই মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন আলি। মহিলার স্বামী বিদেশে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুদিন আগে আলী অন্য একটি মেয়ের সঙ্গে সামাজিক রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাতে বেজায় চটেছেন বছর ৪৬ এর প্রেমিকা । বিয়ের দুদিনের মাথায় ধর্ষণের অভিযোগ এনে উদয়পুর মহিলা থানায় মামলা ঠুকে দিয়েছেন তিনি । অভিযোগের পর মহিলা থানার পুলিশ আলী হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বর্তমানে আলী হোসেন পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ তার বিরুদ্ধে নারী অপরাধ জনিত একাধিক ধারায় মামলা গ্রহণ করেছে । আর কে পুর মহিলা থানার পুলিশ জানিয়েছে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।