Home BREAKING NEWS স্টক এক্সচেঞ্জ, মিউচুয়াল ফান্ডে নিবেশ । কতটা ধনী রাহুল গান্ধী..?

স্টক এক্সচেঞ্জ, মিউচুয়াল ফান্ডে নিবেশ । কতটা ধনী রাহুল গান্ধী..?

by News On Time Tripura
0 comment

দিল্লি;

বুধবার কেরলের ওয়ানাড় থেকে লোকসভায় মনোনয়ন জমা দিয়েছেন রাহুল গান্ধী। নির্বাচনী হলফনামায় রাহুল জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ কমবেশি প্রায় ২০ কোটি টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ ১১.‌১৫ কোটি টাকা। তার মধ্যে কৃষিজমি রয়েছে দিল্লির মেহরুলি এলাকায়। যদিও এই সম্পত্তিতে ভাগ রয়েছে বোন প্রিয়াঙ্কা গান্ধীরও। গুরুগ্রামে একটি অফিসও রয়েছে রাহুলের। যার মূল্য আনুমানিক ৯ কোটি টাকা। এছাড়া রাহুলের অস্থাবর সম্পত্তি রয়েছে ৯.‌২৪ কোটি টাকা। যার মধ্যে নগদ রয়েছে মাত্র ৫৫ হাজার টাকা। ব্যাঙ্ক ডিপোজিট রয়েছে ২৬.‌২৫ লক্ষ টাকার। বন্ড ও শেয়ার বাবদ রয়েছে ৪.‌৩৩ কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে রয়েছে ৩.‌৮১ কোটি টাকা। গয়না রয়েছে ৪.‌২০ লক্ষ টাকার। এছাড়া গোল্ড বন্ডস রয়েছে ১৫.‌২১ লক্ষ টাকার। ২০২২–২৩ অর্থবর্ষে রাহুল মোট রোজগার দেখিয়েছেন ১ কোটি ২ লক্ষ টাকা। অবশ্য রাহুলের ঋণও রয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার মত। এছাড়া হলফনামায় তাঁর বিরুদ্ধে ওঠা মামলা–মোকদ্দমার কথাও জানিয়েছেন রাহুল।
প্রসঙ্গত, বুধবার বোন প্রিয়াঙ্কাকে নিয়ে কেরলের ওয়ানাড় কেন্দ্রে মনোনয়ন জমা দেন তিনি। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে তিনি জিতেছিলেন।

You may also like