মেলাঘরঃ
এক গাঁজা চাষী ড্রাম ভর্তি শুকনো গাঁজা মাটির নিচে রেখেও শেষ রক্ষা হলো না। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মেলাঘর থানার পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ারা রামপদপাড়া এডিসি এলাকার চৈত্র মোহন দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে কয়েকটি ড্রাম ও ঘরে থাকা কয়েকটি বস্তায় আনুমানিক ২৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার সহ বাড়ির মালিক চৈত্র মোহন দেববর্মাকে আটক করে থানায় নিয়ে আসে। ধৃত চৈত্র মোহন দেববর্মার বিরুদ্ধে মেলাঘর থানার পুলিশ একটি এন ডি পি এস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেলাঘর থানার ওসি এই তথ্য তুলে ধরতে গিয়ে জানিয়েছেন ধৃত
চৈত্র মোহন দেববর্মাকে বুধবার আদালতে প্রেরণ করা হবে।