বিশালগড়ঃ
আবারও বিধায়ক সুশান্ত দেবের বলিষ্ঠ নেতৃত্বে সঠিক বিচার পেল সাংবাদিকরা। বরাবরই বিশালগড়ের শান্ত পরিবেশকে কালিমালিপ্ত করতে একাংশ দূর্বৃত্তের ষড়যন্ত্র অব্যাহত। আর এই সকল ঘটনার অঙ্গ হিসাবেই সোমবার আক্রান্ত হলেন বিশালগড়ের বরিষ্ঠ সাংবাদিক প্রসেনজিৎ রায়। জানা যায় বিশালগড়ের এক সরকারি কর্মচারি কাম দুনম্বরী ব্যবসায়ী বিন্দু রায় এবং তার সমাজদ্রোহী ছেলে বিপুল রায় অতর্কিত হামলা চালায় সাংবাদিক প্রসেনজিৎ রায়ের উপর। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই আক্রান্ত হন তিনি। আর এই ঘটনার প্রতিবাদে বিশালগড় থানার সামনে সড়ক অবরোধে বসে বিশালগড়ে কর্মরত সাংবাদিকরা। তবে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। সাংগঠনিক একটি কর্মসূচী অর্ধসমাপ্ত রেখেই সাংবাদিকদের পাশে এসে দাঁড়ান বিধায়ক। বিধায়কের তত্বাবধানে আধ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত বিন্দু রায়। তবে তার ছেলে বিপুল পালিয়ে যায়। তবে সাংবাদিকের উপর হামলাকারী বিন্দু রায় এবং তার ছেলের কেচ্ছাকাহীনি ধারাবাহিক ভাবে তুলে ধরা হবে।