তেলিয়ামুড়াঃ
“গাজর” অন্যতম এক সুস্বাদু সব্জি। রাজ্য এবং বহিঃ রাজ্যের বাজারগুলিতে এই সুস্বাদু সব্জির কদর রয়েছে বেশ। কিন্তু এ বছর গাজর চাষ করে তেমন লাভের মুখ দেখছে না কৃষক কূল। মিলছে না কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অন্তর্গত মাইগঙ্গা চামপ্লাই নয়াবাড়ী এলাকায়।
কথা প্রসঙ্গে নয়াবাড়ী এলাকার এক কৃষক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন,,, তিনি দীর্ঘ বছর যাবত এই কৃষি কাজের সঙ্গে যুক্ত। শুধু তিনি নন গোটা এলাকাটি কৃষির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। তিনি জানান,, বর্তমান মরশুমের সুস্বাদু সব্জি গাজর চাষ করতে প্রচুর পরিমাণ অর্থরাশী ব্যায় করতে হয়। প্রতি এক কানি জমিতে গাজর চাষ করতে কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করতে হয়। কৃষক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন, তিনি এবছর সাড়ে তিন কানি জমির উপর গাজর চাষ করেছেন,কোন প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া। কিন্তু বর্তমান সময়কালে কৃষি দপ্তর থেকে বিন্দুমাত্র সাহায্য সহযোগিতা পান না তিনি।
তাছাড়া তিনি জানান,, বৃষ্টির কারণে গাজর গুলি পচন ধরে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অন্যদিকে, গাজর বিভিন্ন বাজার গুলিতে বাজারজাত কর হলেও তার সঠিক দাম পায় না কৃষকেরা। উনি উনার জমিতে উৎপাদিত গাজর গুলো আগরতলা,তেলিয়ামুড়া, মোহরছড়া, কল্যাণপুর ইত্যাদি বাজারগুলিতে বাজারজাত করেন।
তবে যাই হোক,,, গাজর চাষী কৃষক নারায়ণ বিশ্বাসের আর্জি কৃষি দপ্তর থেকে যেন পর্যাপ্ত পরিমাণে সার ,বীজ, কীটনাশক ইত্যাদি প্রদান করে তাদের কৃষিজ ফসল উৎপাদন করতে মহকুমা কৃষি দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।