আগরতলাঃ
কত স্বপ্নে, কত যত্নে দশ মাস দশ দিন নিজ গর্ভে ধারন করেছিলেন নিজ সন্তানকে। কিন্তু এক মাতাল এম্বুল্যান্স চালকের কারনে মায়ের গর্ভ থেকে বেড়িয়ে পৃথিবীর আলো দেখতে পারেনি সেই অবুঝ শিশুটি। গর্ভবতী এক মহিলাকে মেলাঘর মহকুমা হাসপাতাল থেকে রাজধানীর জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দূর্ঘটনাগ্রস্থ হয় এম্বুল্যান্স। সোমবার রাতে মেলাঘর হাসপাতাল থেকে এক গর্ভবতী মহিলাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। সেই অনুসারে মেলাঘর হাসপাতাল থেকেই একটি এম্ব্যল্যান্সে নিয়ে জিবির উদ্দেশ্যে যাওয়ার সময় ড্রপগেইট এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনাগ্রস্থ হয় এম্বুল্যান্সটি। দূর্ঘটনায় গুরুতর আহত হয় গর্ভবতী মহিলা সহ তার সাতজন আত্মীয় পরিজন। আর সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে এই দূর্ঘটনার কারনে মায়ের গর্ভেই প্রাণ হারায় সেই অবুঝ শিশুটি। রোগী পক্ষের অভিযোগ এম্বুল্যান্স চালক মদমত্ত অবস্থায় ছিল। আর সেই কারণেই এম্ব্যল্যান্সটি দূর্ঘটনাগ্রস্থ হয়।
একদিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের ডঙ্কা বাজাচ্ছে সরকার, আর অন্যদিকে সেই স্বাস্থ্য ব্যবস্থারই অন্যতম অঙ্গ এম্বুল্যান্স চালক যখন মদ খেয়ে এম্বুল্যান্স চালায় তখন সেই দায়ভার কার..?