বিশালগড়ঃ
বসন্তের রঙে দোলের উৎসবে মাতল বিশালগড়। ‘রঙের ক্যানভাসে লাগলো যে দোল’ শীর্ষক আয়োজনে বৃন্দাবনের ছোঁয়া পেলেন বিশালগড়বাসী। নিজের চিরাচরিত ধারায় আবারও এক ব্যতিক্রমী দোল উৎসবের আয়োজন করে সকলকে তাক লাগালেন বিধায়ক সুশান্ত দেব। এই প্রথমবারের মতো এই পর্যায়ে দোল উৎসব আয়োজিত হলো বিশালগড়ে। নাচ, গান আর ভক্তিগীতির সমন্বয়ে হলো বিশলাগড়ের বসন্ত বরণ।
হিন্দুধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব দোলপূর্ণিমা৷ সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের বিশ্বাস অনুযায়ী, বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা দোলপূর্ণিমায় হোলি বা রঙ খেলার প্রচলন ঘটে। এর পর থেকে যুগ যুগ ধরে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা এই দোল পূর্ণিমায় হলি বা রং খেলার রীতি মেনে আসছে। এরই অঙ্গ হিসেবে সোমবার বিশালগড় টাউন গার্লস বিদ্যালয় মাঠে আয়োজিত হয়েছে এই আনন্দ উৎসব। উৎসবের মূল হোতা বিশালগড়ের তরুণ বিধায়ক সুশান্ত দেব। ঋতুরাজ বসন্তের নৃত্যগীতি, ভক্তি, রাধাকৃষ্ণের পূজা-পার্বণ, প্রসাদ গ্রহণ আর অনাবিল আনন্দদে মিলেমিশে একাকার হয়ে জাতি-ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে উৎসবটি পেয়েছিল সর্বজনীন রূপ।
উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়ে ব্যাতিক্রমী ভাবনায় চলা বিশালগড়ের উদ্দমী বিধায়ক সুশান্ত দেব বলেছেন এই উৎসবে আপামর বিশালগড়বাসী উপস্থিত হয়েছেন। এই উৎসবের যেমন আধ্যাতিক ভাবনা থেকে গুরুত্ব রয়েছে তেমনি সংস্কৃতি ও ঐতিহ্যের দিক দিয়েও তাৎপর্যপূর্ণ। নানা রঙের আবীরে রঙিন হয়ে উঠে বিশালগড়ের টাউন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ। সাথে বসন্তের ভক্তিরসে দোলে উঠে উপস্থিত সকলে। আগামী দিনেও এই ধরনের আয়োজনের আশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।