
বিশালগড়ঃ
কে বলেছে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না..? যদি সংখ্যালঘুরা বিজেপিকে ভোট না দিত তাহলে আমি বিধায়ক হলাম কি করে..? লোকসভার প্রাকলগ্নে বিশালগড়ে এক সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এক যোগদান সভায় এভাবেই মতামত ব্যক্ত করলেন স্থানীয় বিধায়ক তথা বিজেপি যুব মোর্চা প্রদেশ সভাপতি সুশান্ত দেব। রবিবার বিশালগড়ের ছনপাড়া এলাকার ৪৪ পরিবারের ১৯০ জন ভোটার সিপিএম কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করে। যোগদান পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব । মূলত এই এলাকাটি সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দের বলেন বিরোধীরা রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করে। ভারতীয় জনতা পার্টিকে সংখ্যালঘু বিদ্বেষী বলে অপপ্রচার করার চেষ্টা করে। কিন্তু বিশালগড়ের মতো বিধানসভা কেন্দ্রে, যেখানে ৪০ শতাংশ সংখ্যালঘু ভোটার সেখানে সংখ্যালঘু অংশের ভোট তথা সমর্থন ছাড়া সুশান্ত দেব বিধায়ক হতে পারত না। এদিন বিজেপির তরুণ এই বিধায়ক আরো বলেন বিজেপি সরকার যখন কোন রাস্তা তৈরি করে তখন সেই রাস্তা দিয়ে রাম রহিম উভয়েই চলাফেরা করে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যখন ঘর প্রদান করা হয় তখন রাম রহিমের ভেদাভেদ দেখা হয় না। তাই এলাকার সংখ্যালঘু অংশের মানুষদের বিরোধীদের চক্রান্তের ফাঁদে পা না দিয়ে বিজেপির উন্নয়নের পথে হাঁটার আহ্বান রাখেন তরুণ এই বিধায়ক। তবে বিশালগড়ের এই এলাকায় এই বিশাল সংখ্যায় ভোটারদের বিজেপিতে যোগদান বিরোধীদের কপালে ভাঁজ তৈরি করতে পারে।