ধর্মনগরঃ
কিশোর রঞ্জন হোড়।।
ধর্মনগর,২৪ মার্চ।।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। এই সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ রাজ্যের এক ঝাঁক মন্ত্রী বিধায়করা উপস্থিত ছিলেন। মূলতঃ আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এই আসনে বিজেপির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে সামনে রেখে উত্তর ও অনকোটি জেলার মন্ডল সভাপতি সহ জেলা নেতৃত্বদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল তিন ঘটিকায় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই সাংগঠনিক বৈঠকে বিজেপির দলীয় বিভিন্ন নির্বাচনী কলা কৌশল ও দলীয় প্রচারের বিস্তারিত আলোচনা করা হয়। এককথায় রাজ্যের অন্যান্য বিরোধী দল গুলোকে অনেকটা শীতঘুমে রেখে বিজেপি প্রচারে কয়েকশো গুন এগিয়ে চলছে। উক্ত এই সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাস,অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী সাত্ত্বনা চাকমা ও বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখরা।এদিনের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন,পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে সাংগঠনিক বৈঠক হয়েছে। এর আগে পশ্চিম ত্রিপুরা আসনেও করা হয়েছে। পূর্ব ত্রিপুরা আসনে যিনি দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা।এই প্রার্থীর সমর্থনে সকল কার্যকর্তাদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। দুই জেলা থেকে সকল কার্যকরতারা এখানে এসেছিলেন। তাদের সঙ্গে আলাপচারিতা হয়েছে। আগামী ২৬ তারিখ এই আসনে নির্বাচন হবে। কিভাবে কাজকর্ম করতে হবে সেই নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে।