
সিপাহীজলাঃ
শনিবার রাতে হঠাৎ মরসুমের প্রথম কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড রাজ্যের বিভিন্ন এলাকা। ঝড় এবং শিলাবৃষ্টিতে লন্ডভন্ড সোনামুড়া মহকুমা এবং বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকা। বিশেষ ক্ষয়ক্ষতি হয় বিশ্রামগঞ্জের রংমালা এলাকা। শনিবার রাতে আচমকা ঝড় এবং শিলাবৃষ্টির সাথে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। যার ফলে সোনামুড়া মহাকুমার এবং বিশালগড় মহাকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার জমির ফসল থেকে শুরু করে বৈদ্যুতিক লাইন সহ মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়। অন্যদিকে শনিবার রাতের এই প্রবল ঝড়ের ফলে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়, আবার কোন কোন জায়গায় বৈদ্যুতিক তারে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । তার পাশাপাশি অধিকাংশ বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে । ঠিক একইভাবে মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মমতাজ মিয়া সহ উনার পরিবার যে ঘরে থাকেন সেই ঘরটির ছাউনি শনিবার রাতের প্রবল ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। তবে পরিবারটি আগে থেকেই সাবধান থাকার কারণে পরিবারটির কোন শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে রবিবার সকালে পঞ্চায়েত প্রতিনিধি সহ তহসিলদার ঘটনা পরিদর্শন করেন এবং তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সাহায্য সহযোগিতা পায় তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করবেন। পাশাপাশি রাতে শিলাবৃষ্টির ফলে বিশালগড় মহাকুমার অন্তর্গত বিশ্রামগঞ্জ রংমালা এলাকায় কমপক্ষে ৫০ টি পরিবারের বাড়ি ঘরের ছাউনি ঝাঝড়া হয়ে গেছে। যার ফলে শনিবার রাতেই কমপক্ষে ৫০ পরিবারের লোকজন রংমালা স্কুলে আশ্রয় নিয়েছে। তারা এখন প্রশাসনিক সহযোগিতার ভরসায় রয়েছে।
