আগরতলাঃ
বিজেপির প্যানেলকে হারিয়ে ত্রিপুরা বার এসোসিয়েশনে সিপিএম কংগ্রেস জোটের রাজত্ব বহাল! আইনজীবী উন্নয়ন মঞ্চকে হারিয়ে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসনে পুনরায় সংবিধান বাঁচাও মঞ্চ।ত্রিপুরা বার এসোসিয়েশনের সভাপতি পদে নিযুক্ত হয়েছে মৃণাল কান্তি বিশ্বাস সহ-সভাপতি পদে সুব্রত দেবনাথ এবং সেক্রেটারি পদে কৌশিক ইন্দু সহকারী সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন অমর দেববর্মা ও উৎপল দাস এছাড়াও দুইটি প্যানেল থেকেই ১০ জন মেম্বার নিযুক্ত হয়েছে।