লংতরাইঃ
সিলিন্ডার চুরি করতে গিয়েই দূর্ঘটনাগ্রস্থ হল গ্যাস বোঝাই একটি গাড়ি। ছয় চাকার একটি গ্যাস বোঝাই লরিতে আচমকা আগুন । ঘটনাটি বৃহস্পতিবার ভোররাতে লংতরাই ভ্যালির মনু থানাধীন ৮২ মাইল বাজারের অনুকুল ঠাকুরের আশ্রম সংলগ্ন বিহারী হোটেলের সামনে। জানা যায় ওই এলাকায় প্রতি রাতে স্থানীয় এক গ্যাস ব্যবসায়ী গাড়ি থামিয়ে কালোবাজারি করে আসছে। স্থানিয় পূর্ণমোহন নামে এক ব্যবসায়ী দিনের পর দিন গ্যাস বোঝাই গাড়ি থেকে সিলিন্ডার লামিয়ে গ্যাস চুরি করে কাল ব্যবসা জাকিয়ে বসেছিল। অভিযোগ মনু থানার পুলিশকে বগল দাবা করে এ ধরনের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে সেই ব্যক্তি ! বৃহস্পতিবার ভোর রাতে গ্যাসের গাড়ি থামিয়ে যখন গাড়ি থেকে LPG গ্যাস নামানো হচ্ছিল তখন হঠাৎ আগুনের ধরে যায় গ্যাসের সিলিন্ডারে। সাথে সাথে সম্পুর্ন গাড়িটিতে আগুন ছড়িয়ে পরে। আগুন দেখতে পেয়ে স্থানীয় মানুষ খবর দেয় কাঞ্চনবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও গাড়িটি সম্পূর্ন ঝলসে যায়। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সকলে মিলে এর অবৈধ এই ব্যবসার বিরুদ্ধে গর্জে উঠে। পাশাপাশি ৮২ মাইল কাঞ্চনছড়া এলাকায় বিগত বাম আমল থেকে রাম আমল পর্যন্ত গৌতম দে নামে এক প্রভাবশালী গ্যাস ব্যবসায়ী প্রশাসনকে ম্যানেজ করে কাল্বাজারি করে আসছে। অভিযোগ মনু থানার অধীনে বিভিন্ন এলাকাতে তীর জুয়া সহ বিভিন্ন হোটেলে নেশার ব্যবসা থেকে শুরু করে অবৈধ গরু পাচারের বানিজ্যে সরাসরি মদত যোগাচ্ছে মনু থানার একাংশ আধিকারিক। এলাকায় এইসকল বিষয়ে গুঞ্জন থাকলেও পুলিশের ভয়ে মুখ খুলতে পারছেনা সাধারন নাগরিক।